কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রত্যন্ত গ্রাম খয়রাবাদ। গ্রামে সাজ সাজ রব। টানানো হয়েছে সামিয়ানা। সামিয়ানার নিচে কয়েক শ মানুষ। ঝুলছে বেলুন। পাশে রাখা ফুল দিয়ে সাজানো গাড়ি। গাড়িতে উঠছেন একজন। গলায় তার ফুলের মালা। দুই পাশে দাঁড়িয়ে তরুণরা ফুল ছিটাচ্ছেন। এত আনন্দ আয়োজনের মধ্যেও সবার চোখে পানি। প্রথম দেখায় যে কারও মনে হবে বিয়ে বাড়ি। তবে এটি ৪১ বছর ইমামতি শেষে এক ইমামকে বিদায় দেওয়ার দৃশ্য। গত শুক্রবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খয়রাবাদ বায়তুল নুর জামে মসজিদে ইমামতি করা মাওলানা আবুল হোসেনকে এভাবেই বিদায় জানান তার ছাত্রসহ এলাকাবাসী। মসজিদ প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করে তরুণদের যুবশক্তি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।