মামার কাছ থেকে মায়ের সম্পত্তি বুঝে নিতে চাওয়ায় ভাগনে জামারুল ইসলামকে (২৬) ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে গতকাল দুপুরে এ হত্যাকান্ড ঘটে। ঘটনার পরই পালিয়ে গেছে মামা আবুল কালাম। জামারুল ইসলাম হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়ার আবদুস সামাদের ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছেন। দেশে এসে ব্যাটারিচালিত পাখিভ্যান চালাতেন।
নিহতের বোন সাজেদা জানান, আমার নানা সাবদাল বিশ্বাস ও নানি মারা গেছেন অনেক আগে। মা মমতাজ খাতুন নানা-নানির কাছে থেকে বাড়ির দুই কাঠা এবং মাঠের তিন কাঠা জমি পেয়েছেন। জমি ভাগ হলেও মামা আবুল কালাম দখল দেননি দীর্ঘদিন। গতকাল আমার ভাই জামারুল ইসলাম মামার কাছে জমি ফেরত দেওয়ার অনুরোধ করেন। তখন মামা হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার এসআই কামরুজ্জামান বলেন, জামারুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানো হবে। অভিযুক্ত কালামকে ধরতে অভিযান চলছে।