দেশব্যাপী আটক মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি জানানো হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক এ এইচ এম তারিকুল ইসলাম লিটন। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের জুলুম, নির্যাতনের শিকার মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারসহ সারা দেশে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে হবে। তিনি বিদায়ী সরকারের জুলুম, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ জানান।