বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সড়কের পাশে দেয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। করছেন হরেক রকম গ্রাফিতি ও স্লোগান লিখেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর - বগুড়া : শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙিন হচ্ছে বগুড়া। দেয়ালে লিখন ও আলপনায় সাজিয়ে তোলা হয়েছে পুরো শহর। চিরচেনা বগুড়া এখন অন্যরকম সৌন্দর্যে ফুটে উঠেছে। ‘পানি লাগবে পানি, পানি পানি’ মীর মাহফুজুর রহমান মুগ্ধর এই মুখের কথাটিই মুগ্ধ হয়ে আছে। আবু সাঈদ ছোট্ট লাঠি হাতে বুক পেতে বগুড়ার সাতমাথায় রংতুলির ছোঁয়ায় দাঁড়িয়ে আছেন। আরও আছে বাংলাদেশের জাতীয় পতাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার বিভিন্ন দৃশ্য, জাতীয় পাখি, দেশি সংস্কৃতির উপকরণ, আন্দোলনে প্রাণ বিসর্জন প্রদানকারীদের ছবি। সিরাজগঞ্জ : শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়াল রংতুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা। গত দুই দিন তারা যমুনা নদীর হার্ড পয়েন্ট, পৌরসভা রোড, পদ্ম পুকুর, সবুজ কানন স্কুল, মহিলা কলেজসহ বিভিন্ন স্থানে হরেক রকম গ্রাফিতি ও স্লোগান লিখেছেন। একই সঙ্গে শহীদ আবু সাঈদের প্রতীকী ফুটিয়ে তুলছেন দেয়ালে দেয়ালে। শিক্ষার্থী জেরিন শারমিন জুঁই, জান্নাত খান মিন, রুমানা ও ইমরান রানা জানান, তাদের অনেকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। রাঙামাটি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর বাঙালি শিক্ষার্থীরা মিলে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন শহীদ আবু সাঈদসহ অসংখ্য আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতিছবি। গতকাল বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের কারও হাতে রং, কারও হাতে দেখা গেছে ব্রাশ আর তুলি। তাদের কোমল হাতের ছোঁয়ায় আবারও হেসে উঠছে রংঝটা বহু বছরের পুরনো দেয়ালও। ফুটপাত থেকে রাজপথ - সবখানে শিক্ষার্থীদের প্রতিবাদী শব্দ চয়ন।