ঝিনাইদহ, বরিশাল ও পাবনায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ঝিনাইদহ : গতকাল দুপুরে শৈলকুপায় ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় সুমাইয়া (৬) নামে এক শিশু মারা গেছে। নিহত সুমাইয়া পৌর এলাকার জুয়েল মোল্লার মেয়ে। বরিশাল : মেহেন্দিগঞ্জে উপজেলার স্টিমারঘাট হেলিপ্যাড এলাকায় সকালে নসিমনচাপায় মারা গেছেন ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী। নিহতের নাম হাসান হাওলাদার (৩৫)। পাবনা : সাঁথিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ভীটাপাড়া নতুন ব্রিজের পাশে গতকাল এ দুর্ঘটনা ঘটে।