অনিয়ম, দুর্নীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ নানাবিধ অভিযোগে যশোরের বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালকের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম এবং উপপরিচালক মো. কবির খান। স্থলবন্দরের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। ওজন স্কেলে কারচুপির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন, দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রুপিং, অফিশিয়াল গুরুত্বপূর্ণ তথ্য পাচার ইত্যাদির কারণে উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম এবং উপপরিচালক (প্ল্যানিং) মো. কবির খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের দুজনকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করা হয়েছে।