সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

গাইবান্ধা ও লালমনিরহাট প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

গাইবান্ধায় স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করছেন শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা গতকাল উপজেলার বেলকা ইউনিয়নের একতাবাজার-সুন্দরগঞ্জ রাস্তার মেরামতের কাজ করেন। কয়েকদিন আগের টানা বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়। গর্তে যানবাহন আটকে যাওয়াসহ চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনসাধারণের কষ্ট লাঘবে স্থানীয় স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা রাস্তা মেরামতের উদ্যোগ নেয়। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ও স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে রাস্তা মেরামত করা হয়েছে। বিজিবি সদস্যরা গতকাল পাটগ্রাম উপজেলার ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকার ভেঙে যাওয়া রাস্তা মেরামত করেন। ধরলা নদীর কাছে জোড়া সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি পানির স্রোতে ধসে যাওয়ায় রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহনসহ ১০টি পাড়া-মহল্লার ১০-১২ হাজার সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াত এবং রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিল।

 

সর্বশেষ খবর