সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

প্রতারককে ধরিয়ে দিল জনতা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রহিমা আক্তার নামে এক নারীকে আটক করেছে ছাত্র-জনতা। দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ায় গিয়ে গতকাল নতুন প্রতারণার ফন্দি করার সময় তাকে ধরে ফেলেন ভুক্তভোগীরা। পরে বৈষম্যেরবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ও সাধারণ জনতা তাকে থানায় হস্তান্তর করে। দুর্গাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, স্থানীয়রা রহিমা আক্তার নামে এক নারীকে থানায় দিয়েছেন ছাত্র-জনতা।

সর্বশেষ খবর