দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
নড়াইল : লোহাগড়া-ভাটিয়াপাড়া-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের শামিম শেখ (২১), জিয়া বিশ্বাস (৪৪) ও রাসেল মোল্যা (২০)।
নাটোর : নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্য আরোহী এক কলেজ অধ্যক্ষ। নিহতরা হলেন রফিক সরকার (৫৫) ও জুলফিকার আলী।দিনাজপুর : বিরলে গতকাল ট্রাক্টর চাপায় হুসেন আলী (২৭) নামে এক ইটভাটার ম্যানেজারের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম : নব্দীগঞ্জে গতকাল মাইক্রোবাস চাপায় আয়শা আক্তার নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
কক্সবাজার : উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় জুবাইরা (৪) এক শিশুর প্রাণ গেছে।
উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চার বছর বয়সি জুবাইরা একই ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ জুবায়ের মেয়ে।