নাটোরে মুরসালিন নামে তিন মাসের এক শিশুকে পাকা দেয়ালের ওপর আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ইয়াসিন আলীকে আটক করেছে। বুধবার নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, ‘এমন একটি ঘটনা জানতে পেরেছি। পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। শিশুটির ময়নাতদন্ত হবে। পরে তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।’ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নিরাপত্তার জন্য ইয়াসিন আলীকে পুলিশে সোপর্দ করা হয়।