বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুরোদমে চলছে আমন আবাদ। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮০ ভাগ জমিতে আমন চারা রোপণ করা হয়েছে জানয়েছে কৃষি বিভাগ। শরণখোলা উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, এ বছর শরণখোলার চারটি ইউনিয়নে ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাম্প্রতি অতি বর্ষণে অনেক বীজতলা নষ্ট হয়। কৃষকরা আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন। উপজেলা কৃষি বিভাগের তৎপরতায় নতুন করে উন্নত জাতের বীজতলা করা হয়েছে।উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের কৃষক সাইদুর রহমান মুন্সি, চাল রায়েন্দা গ্রামের কৃষক সাইদ আহমেদ, রাজাপুর গ্রামের কৃষক খলিলুর রহমান বলেন, অতি বৃষ্টিতে আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এবার চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলাম। কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, শরণখোলায় চলতি মৌসুমে ইতোমধ্যে ৮০ ভাগ জমিতে আমন চারা রোপণ সম্পন্ন হয়েছে।