ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিক্ষা চাওয়ায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে সোমবার এ ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা বেগম (৪৫)। এ ঘটনায় জড়িত অভিযোগে মানিক মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি শ্রীপুর গ্রামের মোল্লা মিয়ার ছেলে। ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।