দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, কুমিল্লা, ময়মনসিংহ ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- টাঙ্গাইল : কালিহাতী উপজেলার সল্লা এলাকায় মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ভোরে দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আনোয়ারুল ইসলাম (৪০) ও সহকারী আরাজি চশমপুর বেলতুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২২)। ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের সল্লায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা তিনজন ভিতরে আটকা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করেন। কুমিল্লা : চৌদ্দগ্রামে সড়কে ছিটকে পড়ে দেলোয়ার হোসেন (২৫) ও সাগর (২৩) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। অপর আরোহী রায়হান গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর ইউনিয়নের ছামচেড়ি এলাকায়। নিহতরা সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা। ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় সুফিয়া খতুন (৬২) ও মিঞ্জু আক্তার (৩২) নামে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া এলাকায় সংঘর্ষে নিহত হন সুফিয়া। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ব্রিজের ওপর দুর্ঘটনায় মিঞ্জু আক্তার নিহত ও দুজন আহত হন। চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলার কাটিরহাট এলাকায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৮)।
শিরোনাম
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
চার জেলায় সড়কে সাতজনের প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর