কুড়িগ্রাম অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় ট্রেন রমনা লোকাল ট্রেন। করোনা মহামারির সময় ২০২০ সাল থেকে ট্রেনটি বন্ধ রয়েছে। করোনা শেষ হয়ে গেলে অন্যান্য জেলায় লোকাল ট্রেন চালু হলেও রমনা ট্রেন চালু করা হয়নি। এ কারণে ক্ষোভ ছিল এ অঞ্চলের যাত্রীদের। প্রায় পাঁচ বছর পর গতকাল ট্রেনটি পার্বতীপুর হয়ে আবারও কুড়িগ্রামে আসে। এতে কুড়িগ্রাম জেলার যাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।
গতকাল সকাল ৭টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনা ট্রেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে সকাল ১০.২০ মিনিটে। ১০.৩০ মিনিটে তা জেলার চিলমারী রমনা স্টেশনের দিকে ছেড়ে যায়।
কুড়িগ্রাম রেল স্টেশনের ইনচার্জ বাবু আল রশিদ জানান, ২০২০ সালের ১ লা মার্চ থেকে রমনা ট্রেন বন্ধ ছিল। পরবর্তী পাঁচ বছর নানা সংকটে তা চালু করা সম্ভব হয়নি।
গতকাল সকাল ১০টার পর এটি কুড়িগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছায়। ১০ মিনিট বিরতির পর তা রমনার দিকে ছেড়ে দেওয়া হয়। এটি চিলমারী রমনা স্টেশনে পৌঁছে দুপুর ১.২৫ মিনিটি। ট্রেনটির পৌঁছার সঙ্গে স্থানীয়দের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। পরে ১.৩৫ মিনিটে চিলমারীর রমনা স্টেশন থেকে এটি পুনরায় পার্বতীপুরের উদ্দেশ্যে ফিরে চলে যায়।
রেল স্টেশনে আসা ট্রেনের যাত্রী আবদুল বাতেন বলেন, অনেক দিন ধরে বন্ধ থাকা রমনা ট্রেন চালু হওয়ায় আমাদের খুবই উপকার হলো। ব্যবসায় বাণিজ্য ও যাতায়াতের জন্য আর কষ্ট করতে হবে না। আমি এখন রংপুর যাচ্ছি। ওখান থেকে কাজ সেরে আবার কুড়িগ্রাম ব্যাক করব।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবদুস সালাম জানান, কোনো রকম সমস্যা ছাড়াই গতকাল থেকে রমনা ট্রেন কুড়িগ্রাম-রমনা-পার্বতীপুর রুটে চলাচল শুরু হয়েছে। এখনো কুড়িগ্রাম-চিলমারী রুটে রেল সংস্কারের কাজ চলছে। এটি কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য প্রয়োজনীয় ও সস্তা বাহন।