বাজারের স্থান পরিবর্তনের প্রতিবাদে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কৃষকরা। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পাঁচশিরা বাজারে এ বিক্ষোভ হয়। এ সময় মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। কৃষক ও ব্যবসায়ীরা জানান, স্থান পরিবর্তনের কারণে খরচ বেশি হবে। তখন কৃষকরা ধানবোঝাই ভ্যান ও ভটভটি মহাসড়কে রেখে অবরোধ এবং বিক্ষোভ করেন।
উপজেলা চালকল মালিক সমিতি সভাপতি আবদুল আজিজ বলেন, বহু বছর পাঁচশিরা বাজারে প্রতিদিন সকালে ধান-চাল কেনা-বেচা হয়ে আসছে। হঠাৎ স্থান পরিবর্তনের ঘোষণা করা হয়। নতুন জায়গায় অনেক কিছু ভেবে ব্যবসায়ীরা ধান কেনা বন্ধ রেখেছেন। ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, আসলে দুর্ঘটনা এড়াতে সড়কের দুই পাশে থাকা ইট-বালু, গাছের গুঁড়ি সরানোর জন্য মাইকে প্রচার করা হয়েছে। বাজারের স্থান পরিবর্তন নিয়ে কোনো প্রচার হয়নি। কেউ এমন করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।