বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে এফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন গাইবান্ধার সদরুল কবির (৪৮), বগুড়ার ওহাব শিপন (৩০) ও আক্তারুজ্জামান (৩৮)।
বগুড়া জেলা ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।