গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যায় শ্রীপুর বাজারের ভুলু খানের মালিকানাধীন মার্কেটের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি তুলার গুদাম, লেপ-তোশকের দোকান, একটি ভাঙারির দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক হুমায়ুন কবির জানান, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে কালিয়াকৈরে আগুনে ছয়টি কক্ষ পুড়ে গেছে। গতকাল সকালে উপজেলার মৌচাক জামতলা ডুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জাহিদের বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।