ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাল মিয়া (৫০) নামে এক চা বিক্রেতাকে মারধর ও চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। মাদক সেবন নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করায় তার ওপর হামলা করা হয়। বৃহস্পতিবার ফুলপুর বাজারে ঘটনাটি ঘটে। লাল মিয়ার বাড়ি ফুলপুর গ্রামে। পরিবারের অভিযোগ, ফুলপুর বাজারে নুরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মিজান মিয়া ও রঙ্গু মিয়ার ছেলে আবু লালের মধ্যে মাদক সেবন নিয়ে ঝগড়া চলছিল। এ সময় চা বিক্রেতা লাল মিয়া তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে মিজান ও আবু লাল ক্ষিপ্ত হয়ে লাল মিয়াকে মারধর শুরু করেন। হামলাকারীরা চাবি দিয়ে লাল মিয়ার চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন। ওসি মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।