কুয়াকাটায় রাতের আঁধারে আবু ছালেহ মৃধা নামে এক কৃষকের ফলন্ত লাউ গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে ট্যুরিস্ট পুলিশ অফিস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক আবু ছালেহ ১ একর ২০ শতক জমিতে ৩৮০টি লাউসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। প্রতিটি গাছে লাউ ধরেছে। রবিবার রাতে কে বা কারা ফলন্ত লাউ, চাম্বল, রেইনট্রিসহ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলেছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।