ওষুধ, এলপি গ্যাস, গুড়া দুধসহ শতাধিক পণ্য এবং সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। গতকাল দুপুরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, রাজস্ব আয় বাড়াতে শতাধিক পণ্য এবং সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়ে সরকার দুটি অধ্যাদেশ জারি করেছে। এতে মূল্যস্ফীতি ও ব্যবসার খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। আইএমএফের ঋণ পেতে অবৈধ সরকার কয়েক ধাপে ভ্যাট বাড়ানোর মতো কঠিন শর্ত মেনে নিয়েছিল।