বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা যেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে থাকে সে লক্ষ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। গতকাল সাত দফা দাবিসংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে গাজীপুরে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুরের নেতা-কর্মীরা গতকাল বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও জয়দেবপুরে লিফলেট বিতরণ করেন।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মুক্তমঞ্চে পথসভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল।