পাবনার চাটমোহর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক। এ সড়কের ১২ কিলোমিটারে সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের জুলাইয়ে। কাজের মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি (চলতি) মাসে শেষ হবে। এখন পর্যন্ত কাজ হয়নি ১০ ভাগও। সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক লাখ মানুষ। কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহন করতে গিয়ে পড়ছেন বিড়ম্বনায়। প্রায়ই খানাখন্দে ছোট যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। চাকা আটকে যায় মাঝারি ও বড় গাড়ির। তবু সময় বাঁচাতে এ সড়ক ব্যবহার করছেন স্থানীয়রা। পাবনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, চাটমোহর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক। গত বছরের জুলাই মাসে এ সড়কের চাটমোহর জার্দিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় ১৬ কোটি টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের টুর্ণা এন্টারপ্রাইজ। কাজের সময়সীমা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত থাকলেও এখনো বাকি ৯০ ভাগের বেশি। সরেজমিন দেখা যায়, চাটমোহর পৌর শহরের জার্দিস মোড় থেকে প্রায় ৫ কিলোমিটারের পুরনো কার্পেটিং তুলে ফেলা হয়। সড়কের দুই পাশে বেজওয়াল নির্মাণ করে ফেলা হয়েছে বালু ও পাথর। এরপরই বন্ধ হয়ে যায় কাজ। এতে ভোগান্তিতে পড়েছে লাখ লাখ মানুষ। শুষ্ক মৌসুুুুুমে ধুলাবালির কারণে রাস্তায় চলাচল দুরূহ হয়ে উঠছে। ঠিকাদারি প্রতিষ্ঠান টুর্ণা এন্টারপ্রাইজের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাবনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, কয়েকবার সতর্ক করার পরও কাজ শুরু করেনি। দ্রুত কাজ শুরু না করলে ওই ঠিকাদারের কাজ বাতিলের জন্য সুপারিশ করা হবে।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
কষ্টের ১২ কিলোমিটার
এস এ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর