অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ঢাকাগামী দর্শনা বাসে চেকপোষ্ট করে গোলাম রসুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরাবপুর হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) গোপালপুর নামক স্থানে দিবাকালীন বিশেষ চেকপোষ্টে তল্লাশিকালে এ মাদক জব্দ করা হয়। আটক গোলাম রসুল চুয়াডাঙ্গা জেলাধীন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর কবরস্থান পাড়ার আয়ুব শেখের ছেলে।
আরাবপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় জানান, দিবাকালীন বিশেষ চেকপোষ্টে তল্লাশিকালে গোপালপুর নামক স্থান থেকে আটক ব্যক্তির শরীর থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম