পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ইমরান মীর (২৫) আহত হয়েছে। তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাপাতালে ভর্তি করে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের এ ঘটনাটি ঘটেছে। সে বরিশাল বিএম কলেজের ছাত্র ও ওই ইউনিয়নের গুডাবাছা গ্রামের বাসিন্দা মো.জালাল মীরের ছেলে।
আহত শিক্ষার্থী ইমরান জানান, তার বাবার বাদী হয়ে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার জের ধরে আসামি পক্ষের লেকজন এমন ঘটনা ঘটিয়েছে বলে সে দাবি করেন।
আহতের পিতা জালাল মীর বলেন, তিনি স্থানীয় পাখিমারা বাজারে মাছের ব্যবসা করেন। ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ১৩ এপ্রিল সন্ত্রাসীরা একত্রিত হয়ে তার নিজ বাড়ির সামনে বসে হামলা চালায়। চিকিৎসা শেষে তিনি গত ২৮ এপ্রিল আদালতে একটি মামলা করেন। সে মামলার জের ধরে তার ছেলের উপর এ হামলা হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।