শুধু নারী সংস্কার কমিশনের প্রস্তাব নয়, পুরো নারী সংস্কার কমিশনকেই প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন দেশের ওলামা মাশায়েখ ও ইসলামি রাজনৈতিক দলগুলো। এ কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ও জড়িত বলে মন্তব্য করেন তারা। একই সঙ্গে নারীদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ না করার আহ্বান জানান তারা। এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, এ প্রস্তাব বাস্তবায়ন করলে সরকার ৫ মিনিটও সময় পাবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া ও আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে তারা এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে ডা. শফিকুর রহমান বলেন, এরা নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। কিন্তু তারা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়। তিনি আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে। জামায়াত আমির বলেন, যদি কমিশন করতে হয়- এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এই সংস্কার কমিশনকে আমরা মানি না। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। যদি আমাদের বাধ্য করা হয়, তবে অবশ্যই আমরা আন্দোলনে নামব।
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আপনারা নারীবিষয়ক সংস্কার কমিশন করে নারী নীতিকে বাহবা দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু এমনিতেই জনগণের ভোটের সরকার নন। আপনারা জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছেন না। তিনি বলেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনো আছি। কিন্তু আমাদের রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে- এটা আপনাদের মাথায় রাখার অনুরোধ করছি। এরপরও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, কে জানি বলছে না যে ৫ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে জান। সেই ৫ মিনিটও সময় পাবেন না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি। এই প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করতে চাইলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। এ জন্য যদি আমাদের যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে চাই। তিনি বলেন, আমরা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই। ইসলাম নারীর অগ্রাধিকার, ন্যায্য অধিকারের কথা বলেছে। সে জন্য আমরা বলতে চাই- আপনারা নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন, তাদের পতিতাবৃত্তির দিকে ঠেলে দেবেন না। তিনি নারী কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত বলেও অভিযোগ করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদীসহ আরও অনেকে।