ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে চলছে শুটিং। যদিও ছবি শুরুর আগে এই ছবির নায়িকা ও অন্যান্য কলাকুশলী নিয়ে কিছুই খোলাসা করেননি নির্মাতা রায়হান রাফী। কিন্তু সিনেমাটির শুটিং দৃশ্য ফাঁস হতেই দেখা গেল ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর।
তাণ্ডবের শুটিং শুরু এবং শাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত-দর্শকেরা, তেমনই এই ফাঁস হওয়া দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে তাদের শুটিংয়ের কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পেজের পাতা ও গ্রুপগুলোতে ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য। সেখানে শাকিব খান ও সাবিলা নূরকে শুটিং করতে দেখা যাচ্ছে।
জানা গেছে, ভাইরাল হওয়া শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা। শুটিংয়ের সময় উৎসুক জনতারও ভিড় ছিল দেখার মতো। আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা। বিশেষ করে, প্রযোজনা সংস্থা এসব সেনসিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ নিয়ে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এ ধরণের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারি। এসব নিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কেউ কেউ বলছেন- এগুলো প্রমোশনের অংশ। সিনেমার প্রচারণার নতুন কৌশল। যদিও এ নিয়ে নির্মাতা ও প্রযোজনা সংস্থার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শআ