গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্যশোধনাগার নির্মাণ শুরু হয় ২০২২ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত দুইবার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। এরই মধ্যে কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন অভিযোগ উঠেছে। বর্জ্যশোধনাগারের অভাবে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। জানা যায়, পৌরশহরের বোয়ালিয়া এলাকায় করতোয়া নদীর তীরে বর্জ্যশোধনাগার নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। দেড় বছরে ওই কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ৪২ শতাংশ সম্পন্ন করে চলে যান ঠিকাদারের লোকজন। এরপর এক মাস ধরে বন্ধ রয়েছে। কাজ দ্রুত সম্পন্ন করতে গোবিন্দগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর ঠিকাদারকে তাগাদা দিলেও কোনো অগ্রগতি হচ্ছে না। গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে জমে থাকছে ময়লা-আবর্জনা। ময়লা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। শহরের বেশকিছু এলাকা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। সড়কের পাশের নালায় আবর্জনা আটকে অনেক স্থানে জমে থাকে পানি। পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সময় ডাস্টবিন পরিষ্কার ও নালাগুলো সংস্কারের কথা বললেও এসব বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সরেজমিন দেখা যায়, শহরের দক্ষিণ ও উত্তর বাসস্ট্যান্ড, উপজেলা মোড়, চারমাথা, মহিমাগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকার অধিকাংশ স্থানে ডাস্টবিন নেই। পৌর শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলা রয়েছে। এসব এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা নাক চেপে চলাচল করছেন। স্বাস্থ্যঝুঁকি বাড়ছে পৌরবাসীর। নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা। পৌরসভা সূত্রে জানা যায়, পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের (জিওবিআইডিবি) আওতায় ২০২২ সালে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্যশোধনাগার নির্মাণ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ৮ কোটি ৫৬ লাখ হাজার টাকা ব্যয়ে কাজ পান জামালপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরকেএমডি (জেভি)। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের ম্যানেজার ফেরদৌস বলেন, কিছু সমস্যার কারণে কাজ বন্ধ রাখা হয়েছিল। শিগগিরই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
শিরোনাম
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
বর্জ্য শোধনাগারের অভাবে জনদুর্ভোগ
৮ কোটি টাকার কাজ ফেলে ঠিকাদার উধাও দুইবার মেয়াদ বাড়িয়েও মেলেনি সুফল
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর