বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী সর্দার পাড়ার বাসিন্দা শিখা দাশ (৫৫)। অভাবের সংসারে যেন অভাব লেগেই থাকে প্রতিনিয়ত। তার স্বামী একজন মাছ বিক্রেতা। মাছ বিক্রি করে পরিবার নিয়ে কোনোভাবে দিনাতিপাত করছেন। তাদের অচলাবস্থার কথা জানতে পেরে খাদ্য সহায়তা দিয়ে তার পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ বোয়ালখালী উপজেলা শাখা। খাদ্য সহায়তা পেয়ে শিখা দাশ আবেগাপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দেন এবং বসুন্ধরা শুভসংঘের সংশ্লিষ্ট সবার জন্য আশীর্বাদ করেন।
মঙ্গলবার বিকেলে শুভসংঘের ব্যানারে তাকে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয়রা বলেন, শিখা দাশের অভাবের সংসার। বর্তমান পরিস্থিতি খুব খারাপ বিধায় সে অত্যন্ত কষ্টে পড়ে যায়। তার এমন করুন পরিস্থিতির সময় বসুন্ধরা শুভসংঘ পাশে দাঁড়িয়েছে শুনে আমরা অভিভূত হয়েছি। মানুষের বিপদে-আপদে পাশে থাকার মতো সংগঠন বর্তমানে বিরল। আমরা চাই বসুন্ধরা শুভসংঘ এভাবেই অসহায় মানুষের মনের আর্তনাদ বুঝে যেন তাদের পাশে দাঁড়ায়।
শিখা দাশ বলেন, ঘরে রান্না করার মত কোনো চাল ছিল না। এমন সময় চাল, ডাল, পেঁয়াজ, আলু ও সোয়াবিন তেল নিয়ে বসুন্ধরা শুভসংঘ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি শুভসংঘের সব কর্মকর্তা ও সদস্যদের জন্য আশীর্বাদ করছি, তারা যেন ভালো কাজে সবার পাশে থাকতে পারে। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী উপজেলা শাখার সদস্য মো. মোশরাফুল হক বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। বসুন্ধরা শুভসংঘ আমাদের অনুপ্রাণিত করে অসহায় মানুষের পাশে থাকার। তাদের এই কর্মকাণ্ড ছড়িয়ে পড়ুক সমাজের বিবেকবান মানুষের অন্তরে। যার যার অবস্থান থেকে মানবিক কাজ করলেই কেবল আমরা সভ্য জাতি গঠন করতে পারব।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী উপজেলা শাখার সদস্য মো. বেলাল হোসেন, মো. ইসকান্দার, শাহাদাত হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম সোহেল ও কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস.এম নাঈম উদ্দীন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ ও সহকারী শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।
বিডি প্রতিদিন/কেএ