লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ২০ শয্যার হাসপাতালে মিলছে না চিকিৎসাসেবা। এতে ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো থাকলেও এগুলোর কার্যক্রম নেই। এতে এসব যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। ১৯৯১ সালে নির্মিত হাসপাতালটি ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত হয়। ২০০১ সালে রাজস্ব খাতে আনা হলে শুরু হয় জনদুর্ভোগ। ২০১১ সালের অক্টোবরে হাসপাতালটিতে ইনডোর ও আউটডোর চিকিৎসাসেবা চালু হয়। প্রথম কয়েক মাস ভালোভাবে চললেও বেশিদিন অব্যাহত থাকেনি। বর্তমানে ইনডোর চিকিৎসাসেবা বন্ধ। আউটডোর ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকলেও তা নামমাত্র। ইউনিয়নের কেউ অসুস্থ হলে প্রায় ২০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। হাসপাতালের ভিতরে অধিকাংশ দরজায় তালা ঝোলানো। কয়েক বছর ধরে ইনডোর চিকিৎসা বন্ধ থাকায় আধুনিক যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। হাসপাতালের কার্যক্রম সচল রাখতে চারজন মেডিকেল অফিসার প্রয়োজন হলেও কর্মরত আছেন মাত্র একজন। চারজন সহকারী নার্স থাকার কথা থাকলেও একজনও নেই। ফার্মাসিস্ট এবং আয়ার একটি করে পদ থাকলেও তা শূন্য রয়েছে। অফিস সহায়ক পদে দুজন থাকার কথা কিন্তু কেউ কর্মরত নেই। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়া হয় না। এখানে ডাক্তার এসে দুই ঘণ্টা থেকে চলে যান।’ আবদুর রাজ্জাক বলেন, ‘হাসপাতালে যে যন্ত্রপাতি আছে সেগুলো চালু থাকলে আমাদের পাটগ্রাম যাওয়া লাগত না। এখানেই চিকিৎসা পাইতাম।’ মেডিকেল অফিসার ডা. নূর আরেফিন প্রধান জানান, হাসপাতালটি প্রত্যন্ত এলাকায়। এর কার্যক্রমের মধ্যে শুধু আউটডোর চালু আছে। জনবলের অভাবে ইনডোর চালু করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী বলেন, ‘দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে একজন চিকিৎসক আছেন। একজনের পক্ষে তো ইনডোর চালু রাখা সম্ভব নয়। আরও চিকিৎসক-নার্স দরকার। অ্যাম্বুলেন্স আছে একটি চালক নেই। দীর্ঘদিন পড়ে থাকায় এর ব্যাটারি ও টায়ার নষ্ট হয়ে গেছে।
শিরোনাম
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
কার্যক্রম বন্ধ, অচল যন্ত্রপাতি
স্বাস্থ্যসেবাবঞ্চিত সাধারণ মানুষ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর