ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সাবমারসিবল পাম্প স্থাপন হলেও কাক্সিক্ষত পানি মিলছে না অভিযোগ উপকারভোগীদের। তা ছাড়া এ পাম্পগুলোর পানিতে রয়েছে দুর্গন্ধ। ফলে ব্যবহারে আছে স্বাস্থ্যঝুঁকি। পাম্প স্থাপনের সময় শিডিউলে ভেন্টানাইট পাউডার দেওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান তা না করে কাঁচা গোবর ব্যবহার করেছে অভিযোগ রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের কারসাজি এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাফিলতিতে নিম্নমানের মোটর ও অন্যান্য সামগ্রী ব্যবহারের কারণে এমন হচ্ছে দাবি স্থানীয়দের। মিস্ত্রিরা বলেছেন, এ পর্যন্ত যতগুলো পাম্প স্থাপন করেছি সবকটির একই অবস্থা।’ কালীগঞ্জ উপজেলায় সাবমারসিবলযুক্ত গভীর নলকূপ স্থাপনে কাজ করছে সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সুমন হোসেন বলেন, ‘এ মোটরের পানির ফোর্স এমনই হবে। কারও অভিযোগ থাকলে আমাদের জানান, সমাধানের চেষ্টা করব।’ কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা বলেন, ‘শুষ্ক মৌসুমে পানির লেয়ার নেমে যাওয়ায় এমন হতে পারে। বর্ষা মৌসুমে প্রচুর পানি উঠবে।’ পাম্প স্থাপনে গোবর ব্যবহার এবং ব্যবহৃত মোটরের মান ঠিক আছে কি না-এমন প্রশ্নের উত্তর তিনি কৌশলে এড়িয়ে যান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন বলেন, ‘সেখানে কী সমস্যা হচ্ছে দেখার জন্য বলে দিচ্ছি। প্রয়োজনে সব পাম্পের মোটর পরিবর্তন করে দিতে বলব।’ কালীগঞ্জ ইউএনও দেদারুল ইসলাম বলেন, ‘নতুন স্থাপিত সাবমারসিবল পাম্পে পানি কম ওঠার অভিযোগ পেয়েছি। পাম্প স্থাপনে কোনো অনিয়ম হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
সাবমারসিবলেও কাটছে না পানির কষ্ট
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর