দিনাজপুরের ভুল্লি নদীর ওপর সেতুটি প্রায় আট বছর আগে ভেঙে যায়। দীর্ঘদিনেও এই সেতু সংস্কার বা নতুন করে নির্মাণ করা হয়নি। ফলে পাশের নীলফামারী জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিনাজপুরের খানসামা উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নবাসীর। দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভোগান্তি থেকে কিছুটা পরিত্রাণ পেতে প্রতিবছর এলাকাবাসী ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে কোনোরকম চলাচল করছেন। এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ হাঁটা ছাড়াও রিকশাভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। খানসামা উপজেলার ভুল্লি নদীর ১৬০ ফুট দৈর্ঘ্যরে সেতুটি নীলফামারী সদর ও খানসামা উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ২০১৪-১৫ অর্থ বছরে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় উৎপত্তি হওয়া করতোয়া নদীর শাখা ভুল্লি নদী। সেখান থেকে কয়েক কিলোমিটার পুব দিকে নীলফামারীর খোকশাবাড়ি এবং পশ্চিম তীরে দিনাজপুরের খানসামায় দুই জেলাকে বিভক্ত করেছে নদীটি। খানসামার আলোকঝাড়ি ইউনিয়নের ভুল্লির বাজারে নদীর ওপর সেতুটি ২০১৭ সালে ভেঙে ঝুলন্ত অবস্থায় আছে। স্থানীয়রা জানান, সেতু না থাকায় সাঁকো দিয়ে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক-শ্রমিকসহ সব পেশার মানুষকে চলাচলে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। কৃষকের উৎপাদিত ফসল পরিবহন করতেও ভোগান্তির শেষ নেই। স্থানীয় আনোয়ার হোসেন বলেন, ‘সেতুখান ভাঙি যাওয়ায় হামারলার খুবে অসুবিধা হইছে। এইঠে ম্যাল্লা অ্যাক্সিডেন্ট হইছে। অনেকে সাঁকো থাকি পড়ি যায়া আহতও হইছে। হামার এই সেতুটার খুব দরকার। সরকারের নিকট আবেদন করি, তাড়াতাড়ি যেন বিরিজটা করি দ্যান’। মফিজউদ্দিন নামে একজন জানান, বাঁশের সাঁকো থেকে প্রায়ই গবাদিপশু ও মানুষ নদীতে পড়ে যায়। অনেক সময় রাতে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকতে হয় কখন জানি দুর্ঘটনায় পতিত হই। খানসামা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শাহ মো. ওবায়দুর রহমান বলেন, সেতুটি ত্রাণের। যা ২০১৭ সালের বন্যায় ভেঙে যায়। আশা করছি, খুব শিগগিরই সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
ভোগান্তির নাম ভাঙা সেতু
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর