কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে আওয়ামী লীগ অফিস করার অভিযোগ রয়েছে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে। কুমিল্লা প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের নেতারা। তারা জমি ফেরত চেয়েছেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী বলেন, নগরীর কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের ১০ শতাংশ জায়গা বরাদ্দ ছিল। এতে নজর পড়ে কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক এমপি মহানগর আওয়ামী লীগ সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের। ২০১৭ সালে মুক্তিযোদ্ধাদের এ জমি বাগিয়ে নিতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহাম্মদ বাবুলকে হাত করেন। মুক্তিযোদ্ধারা বলেন, আমরা উপদেষ্টার কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছি।
এর আগে ২০২২ সালের ২৩ জানুয়ারি কুমিল্লা জেলা প্রশাসক বরাবর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভবন ভেঙে বিক্রয় প্রসঙ্গে মুক্তিযোদ্ধারা অভিযোগ দিয়েছিলেন।