মাদারীপুরের শিবচরে জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় গ্লোবাল টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি কাইয়ুম শেখের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার পাচ্চর স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি টিম আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওসি রতন শেখ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।