টঙ্গীতে মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। টঙ্গী রেলওয়ে কলোনি এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিজন (২৫)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানার পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। এ ঘটনায় সিজনের স্ত্রী আফসানা বাদী হয়ে গতকাল টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেছেন।
আফসানা বলেন, আমার স্বামী একটি দোকানে কাজের পাশাপাশি টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। সিজন পুলিশের সোর্স ছিলেন কি না তার জানা নেই। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।