নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। সরকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচিতে বিএনপির শতশত নেতা-কর্মী অংশ নেন।