দিনাজপুরের গাবুড়ায় গ্রীষ্মকালীন টম্যাটোর বাজার এখন জমজমাট। তবে গতবারের চেয়ে টম্যাটোর দাম কিছুটা কম। সার, কীটনাশকসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগের মতো সুবিধা করতে পারছেন না বলে জানান কৃষকরা। এরপরও টম্যাটোর বাজারে সকাল থেকেই চলে কেনাবেচা। এ বাজারে স্থানীয় কৃষকের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা টম্যাটো কিনে নেন। এখানকার টম্যাটো যায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ জেলাসহ দেশের নানা প্রান্তে। প্রতিদিন দেড় থেকে ২ কোটি টাকার টম্যাটো বিকিকিনি হয় এ বাজারে। প্রায় সব জেলার টম্যাটো ব্যবসায়ীর কাছে পরিচিত গাবুড়া বাজার। প্রতি বছর মার্চের মাঝামাঝি থেকে এখানে বেচাকেনা শুরু হয়ে চলে জুনের শেষ পর্যন্ত। বিভিন্ন এলাকার ২৫০-৩০০ জন পাইকার মৌসুমের প্রায় পুরো সময়ই থাকেন দিনাজপুরে। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া টম্যাটো বাজার চলে বেলা ১২টা পর্যন্ত।