ময়মনসিংহে জামাতার হাতে শাশুড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন হয়েছেন। মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ : মুক্তাগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ে জামাইয়ের হাতে ফজিলা খাতুন (৪৫) নামে এক নারী খুন হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে দুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফজিলা স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাতা মনির মিয়া একই এলাকার সেলিম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রাতে মনির বাড়ি ছেলে রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীর ওপর আক্রমণ চালান। শাশুড়ি বাধা দিলে মনির ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। দুজনে ময়মনসিংহ মেডিকেলে নিলে ডাক্তার ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। এদিকে নান্দাইলে গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার বিরুদ্ধে দেলোয়ার হোসেন দিলু (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় উঠানে ধান শুকানো নিয়ে তর্কের জেরে সুজন ফকির (৩০) নামে এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাই শাওন ফকিরের বিরুদ্ধে। উপজেলার জাজিসার গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ : সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাকাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সানা মাঝি (৪০)।