টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগ নেতা এবং রাজবাড়ীর পাংশায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আওয়ামী লীগ নেতার নাম মিজানুর রহমান (৪০)। তিনি ধনবাড়ী উপজেলার নরিল্লা সান্ডাইলপুরের মান্নানের ছেলে ও ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাতে এ খুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মিজানুর রহমানের সঙ্গে বিএনপি নেতা আলামিনের দেড় শতক জমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার সন্ধ্যায় মিজানুর স্থানীয় দোকানে চা খেতে যান। তখন আলামিন তাকে ডেকে অন্য স্থানে নিয়ে যান। সেখানে আলামিন, সাদিকুল, জহুর আলীসহ কয়েকজন তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। রাজবাড়ীর পাংশায় বিএনপি কর্মী রাশেদুল খুনের ঘটনাটি ঘটে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে। পাংশা ইউনিয়নের নিভা গ্রামে গতকাল তাকে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয়। বেলা ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। রাশেদুল পাংশা উপজেলার নিভা গ্রামের কেয়ামুদ্দিন শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাশেদুলসহ কয়েকজন কৃষক গত মাসে ভোলা জেলায় ধান কাটতে যান।
ধান কাটা শেষে শুক্রবার রাতে বাড়িতে আসেন তিনি। শনিবার সকালে স্থানীয় রূপিয়াট বাজারের উদ্দেশ্যে বের হন। ৯টার দিকে কয়েকজন নিভা বাজারে রাশেদুলকে এলোপাতাড়ি কোপায়।