পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামে একজনের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। সাগরের মিরা পয়েন্টে গতকাল সকাল ৯টার দিকে তার লাশ পাওয়া যায়। এখনো চার জেলের সন্ধান মেলেনি। লাশ উদ্ধার ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল। নৌপুলিশ জানায়, স্থানীয়দের কাছে লাশের খবর পেয়ে গতকাল লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ছেলে নজরুল ইসলামের লাশ শনাক্ত করেছেন। লাশটি হস্তান্তর করা হয়েছে মহিপুর থানায়।
উল্লেখ্য, ২৫ জুলাই গভীর সাগরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবে যায়। চার দিন ভাসমান থাকার পর ২৯ জুলাই ১০ জনকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা। পাঁচজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে জেলে নজরুল ইসলামের লাশ পাওয়া গেল।