২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলার পাঁচজন সেরা কৃষককে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শহরের জাকস রিসোর্স সেন্টারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেছে। উপপরিচালক রাহেলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ, মুজিবর রহমান, শহিদুল ইসলাম, সাদিয়া সুলতানা, আখেরুর রহমান, লুৎফর রহমান প্রমুখ।