নড়াইলের লোহাগড়ায় বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা এলাকায় ইটভাটা সংলগ্ন জমিতে পড়ে ছিল ওই যুবকের লাশ। সালমান লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, তার শরীরে দেশি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সালমান বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পান। গতকাল তার লাশ দেখতে পায় স্থানীয়রা। ওসি আশিকুর রহমান আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।