মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে তাফহিমুল ইসলাম নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন। এসময় তাফহিমুলের সহযোগী সাগরকে এক মাসের কারাদণ্ড এবং গাড়িচালক ইমনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও পলাশ মণ্ডল জানান, ঠাকুরগাঁও জেলার তাফহিমুল ইসলাম নিজেকে একজন চক্ষু বিশেষজ্ঞর পরিচয় দিয়ে চক্ষুশিবির পরিচলনা করছিল। ভাক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়।