নাটোরের সিংড়ায় বিএনপির একটি কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দেশি অস্ত্রসহ কুদ্দুস আকন্দ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ টেঁটা ও বল্লম। রবিবার দিবাগত রাতে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ অভিযান চালানো হয়। তবে জেলা বিএনপি নেতাদের দাবি, ওই অফিসটির অনুমোদন নেই। গ্রেপ্তার আবদুল কুদ্দুস বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আবদুল কুদ্দুস নিজেকে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি দাবি করলেও গত ৫ আগস্টের আগে বিএনপির কোনো মিছিল, মিটিংয়ে তাকে দেখা যায়নি। পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।