মুন্সিগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র, গুলিসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তাররা হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের সৈয়দ আলী (৬৫), ইমান (৬০) ও মনির হোসেন (২৯)। পুলিশ জানায়, অভিযানকালে উত্তর জামালপুর গ্রামের মোশারফের ঘর তল্লাশি করে ২টি খালি ম্যাগাজিন, ৫১টি তাজা গুলি, ২টি পিস্তলের কভার, ১টি কুড়াল, ১টি টেঁটা; নৌ ডাকাত নয়ন-পিয়াসের বাড়ি থেকে ১টি বড় রামদা, ১১টি ছুরি, ২টি বাইনোকুলার, সেনাবাহিনীর পোশাকসদৃশ কাপড় ও নগদ ৫৯ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানকালে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ, গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ প্রমুখ।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, অভিযান টের পেয়ে কয়েক সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।