মারামারি মামলায় ছেলেকে পুলিশে দিলেন বাবা। গতকাল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম। পুলিশ জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় ১২ মে বিল্লাল নামে এক বিএনপি নেতার ওপর হামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত নিজের ছেলে মুন্নাকে (২৪) থানা পুলিশে সোপর্দ করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন সামীম। মিনহাজ হোসেন বলেন, ‘গত ১২ মে আমার রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়। ওই ঘটনায় আমার ছেলেও জড়িত ছিল।
ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আসামি মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।