বগুড়ার শেরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলা তুলে না নেওয়ায় আসামিরা এক কিশোরীকে অপহরণ এবং নির্যাতন করেছেন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গতকাল শেরপুর থানায় আরও একটি মামলা করেছেন। আসামিরা হলেন- মাহমুদুল হাসান সাব্বির, মোছা. রিক্তা, মো. রনি, রাকিব, আকাশ, স্বপ্না, শামিম ও জরিনা বেগম। ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা যায়, প্রধান আসামি মাহমুদুল হাসান সাব্বির দীর্ঘদিন ধরেই ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিলেন। প্রতিবাদে ২০২৩ সালে ছাত্রীর মা মামলা করেন। পুলিশ চার্জশিটও জমা দেয়। জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা আবারও তরুণী ও তার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। ১১ মে কোচিং শেষে বাসায় ফেরার পথে মহিপুর ঢালাই ব্রিজের কাছে তরুণীকে অপহরণ করা হয়। অজ্ঞাত স্থানে নিয়ে মুখ বেঁধে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।