চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সব আন্তনগর ট্রেন চালুসহ তিন দফা দাবিতে রেললাইন অবরোধ করা হয়। গতকাল চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি এ কর্মসূচি পালন করে। এ সময় স্টেশনে মল্লিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে স্টেশনমাস্টারের মাধ্যমে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিলে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। অবরোধ চলাকালে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, মো. লতিফুর রহমান, নূরুল ইসলাম, মো. দেলওয়ার হোসেন, নাজমুল ইসলাম মানিক, শামশুল হক গানু, মনিরুজ্জামান মনির প্রমুখ। বক্তারা বলেন, পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি, মধুমতিসহ সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত চালু করতে হবে। অন্যথায় জেলাবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।