সাত বছরেও শেষ হয়নি জয়পুরহাট শহরে আড়াই কিলোমিটার সড়কে চার লেন প্রকল্পের কাজ। শহরে এটি প্রধান সড়ক। এ সড়ক দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের শত শত ট্রাক প্রতিদিন যাতায়াত করে। জয়পুরহাট থেকে বগুড়া ও নওগাঁ যাওয়ারও মূল সড়ক এটি। বিভাজক নির্মাণ নিয়ে মতভেদের কারণে বন্ধ হয়ে যায় এর নির্মাণকাজ। ফলে জয়পুরহাট শহরে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে শহরবাসী। জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহর যানজটমুক্ত রাখতে হারাইল থেকে রেলঘুণ্টি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক ৬০ ফুট প্রশস্ত করে চার লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। ২০১৭ সালে একনেকে প্রকল্পটি অনুমোদন পায়। ওই সময় সড়ক উন্নয়নে কাজটির দায়িত্ব পায় নাভানা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে চুক্তি অনুযায়ী কাজ না করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা ও চুক্তি বাতিল করে সওজ। এরপর দুই পাশে ৫ কিলোমিটার ড্রেন ও আড়াই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণের জন্য পৃথক দরপত্র আহ্বান করা হয়। চার লেন সড়কের কাজ পায় রিলায়েন্স বিল্ডার্স ও হাসান টেকনো। দুটি কাজের কার্যাদেশ দেওয়া হয় ২০২২ সালের ২০ জুলাই। গত বছরের ৩০ জুন কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়। নির্ধারিত মেয়াদে সড়ক নির্মাণ হয়নি। তৃতীয় দফায় সময় বাড়িয়ে সড়ক নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয় চলতি বছরের জুন পর্যন্ত। এরপর মার্চ থেকে সড়ক উন্নয়নকাজ শুরু হয়। তুলে ফেলা হয় সড়কটির প্রায় ১ কিলোমিটার অংশের পিচ। এতে শহরে ৬০ ফুট সড়ক উন্মুক্ত হলেও বেশির ভাগ অংশ জুড়ে থাকে কাদামাটি। রোদে যা শুকিয়ে যানবাহন চলাচলে ধুলাময় হয়ে পড়ে পুরো শহর। উন্নয়নকাজের ধীরগতির ফলে যত্রতত্র গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে ছোট ছোট যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে। সাধারণ মানুষের চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। ঠিকাদার প্রতিষ্ঠান রিলায়েন্স বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক সাজ্জাদ কাদির খান বলেন, ‘নানান জটিলতায় ইচ্ছে থাকলেও আমরা কাজ করতে পারিনি। মার্চ থেকে কাজটি শুরুর পর নকশা অনুযায়ী সড়কটির মাঝখানে ৩ মিটারের বিভাজক নির্মাণ করতে গেলে শ্রমিকদের বাধা দেওয়া হয়। তবে আশা করছি, চুক্তির নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ করতে পারব।’ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘ছাত্র সমন্বয়ক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা কম প্রশস্ত নিউ জার্সি ব্যারিয়ার নির্মাণের দাবি তোলেন। ফলে ঈদের পর কাজটি বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববরাবর এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।’ জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ‘আধুনিক নিউ জার্সি ডিভাইডার করা গেলে সড়কটির জায়গা বাড়বে।’
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
সাত বছরেও শেষ হয়নি চার লেনের কাজ
চরম ভোগান্তিতে শহরবাসী
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর