রাজবাড়ীতে পানির মোটর চুরির অভিযোগ এবং মুঠোফোনে ভিডিও করার অপবাদে শাহিন শেখ রুপল (২৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত যুবকের মামা কালাম মোল্লা বাদী হয়ে গতকাল রাজবাড়ী সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। গতকাল সকালে ওই যুবকের লাশ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর রহমান। গ্রেপ্তাররা হলেন- রাজাপুর মধ্যপাড়া গ্রামের জহির উদ্দিন বিশ্বাস (৬৫), মৈজদ্দিন বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও মুন্নু মোল্লা। নিহত রুপল রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে।
নিহতের বাবা জিন্নাহ শেখ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুলসহ কয়েকজন রুপলকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। শ্যাম বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন দাবি করেন, আমাদের বাড়ির মোটর চুরি করেছে শাহিন। ওসি মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।