নীলফামারী জেলার ছয়টি উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি অবাধে কেটে বিক্রি হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা। অনেক আবাদি জমি পরিণত হচ্ছে অনাবাদিতে। কমছে ফসল উৎপাদন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, ফসলি জমির উপরিভাগের মাটিতে থাকে জিপসাম বা দস্তা। মাটি খাটায় এ উপকরণ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবাদি জমি। এ ছাড়া মাটিতে যে জীবাণু থাকে এবং অণুজীবের কার্যাবলী আছে তাও সীমিত হয়ে যাচ্ছে। ওপর থেকে ছয় ইঞ্চির পর যে মাটি থাকে, তাতে ফলন ভালো হয় না। এ কারণে জেলায় দিনদিন ফসলি জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। মাটির জৈব শক্তি কমে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ছে। এভাবে ফসলি জমির মাটি কাটা অব্যাহত থাকলে ধীরে ধীরে ফসল উৎপাদন ব্যাহত হবে। নীলফামারী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, টাকার প্রলোভন দিয়ে জমি মালিকদের কাছ থেকে ফসলি জমির মাটি গভীরভাবে খনন করে নিয়ে যাচ্ছে। খনন করা জমিতে আর ফসল চাষের কোনো উপায় থাকে না। এভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় ফসলি জমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিষয়টি জেলা প্রশাসককেও জানিয়েছেন। জানা যায়, নীলফামারী জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নে। সরকারি নীতিমালার না মেনে এসব এলাকায় খননযন্ত্র ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ভাটায়। অভিযোগ আছে, বেশি টাকার লোভ দেখিয়ে ফসলি জমি ৭ থেকে ৮ ফুট গভীর করে মাটি কাটছেন ভাটামালিকরা। এতে পাশের জমি ধসে যাচ্ছে। ওইসব জমিতে ধানসহ অন্য ফসল আবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নিলে আগামীতে এ অঞ্চলে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে। ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরিতেও সুবিধা। এ ছাড়া হাতের নাগালে হওয়ায় কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে মাটি কিনে নেয় একটি চক্র। এরপর তা বেশি দামে ইটভাটায় সরবরাহ করা হয়। সরেজমিনে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দেখা যায়, ফসলি জমির মাটি কেটে নেওয়ায় পাশের যেসব উঁচু জমি রয়েছে সেগুলোও ধসে পড়েছে। ওই গ্রামের কৃষক হারুন মিয়া বলেন, অতিরিক্ত গভীর করে মাটি কাটায় আশপাশের সব জমিই ঝুঁকিতে পড়েছে। এই এলাকার আবাদি জমিসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিরোনাম
- এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় অলি আহমদের নিন্দা
- বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ
- খুলনায় এনসিপি নেতারা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
- এবার ভারত-চীন-ব্রাজিলকে কঠোর হুঁশিয়ারি ন্যাটোর
- আবারও নিউইয়র্কের মেয়র নির্বাচনের লড়াইয়ে সেই অ্যান্ড্রু কুমো
- বিরলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
- প্রাইভেট কারের সাথে সংঘর্ষে অটোরিকশা খালে, যুবক নিহত
- এনসিপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের
- পাকিস্তানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাজ্য
- নীলফামারীতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
- বরিশালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু
- ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের
- শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ
- ইরান আরও কঠোর জবাব দিতে প্রস্তুত, আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি
- বগুড়ায় কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
- চীনের সমর্থনের প্রশংসা করল ইরান
- তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে : পরিবেশ উপদেষ্টা
- ইসরায়েলি হামলায় সিরিয়ার সেনা সদর দফতরে বিস্ফোরণ
- পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- দুঃখ লাগে, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা লক্ষ্যণীয় : হাফিজ উদ্দিন
নীলফামারীতে কমছে আবাদি জমি
♦ অবাধে কাটা হচ্ছে উপরিভাগের মাটি ♦ ক্ষতিগ্রস্ত কৃষক
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

এনসিপির গাড়িবহরে ফের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ
৪ ঘণ্টা আগে | রাজনীতি

মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে: নাহিদ ইসলাম
৫ ঘণ্টা আগে | রাজনীতি