নীলফামারী জেলার ছয়টি উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি অবাধে কেটে বিক্রি হচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমির উর্বরতা। অনেক আবাদি জমি পরিণত হচ্ছে অনাবাদিতে। কমছে ফসল উৎপাদন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, ফসলি জমির উপরিভাগের মাটিতে থাকে জিপসাম বা দস্তা। মাটি খাটায় এ উপকরণ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবাদি জমি। এ ছাড়া মাটিতে যে জীবাণু থাকে এবং অণুজীবের কার্যাবলী আছে তাও সীমিত হয়ে যাচ্ছে। ওপর থেকে ছয় ইঞ্চির পর যে মাটি থাকে, তাতে ফলন ভালো হয় না। এ কারণে জেলায় দিনদিন ফসলি জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। মাটির জৈব শক্তি কমে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ছে। এভাবে ফসলি জমির মাটি কাটা অব্যাহত থাকলে ধীরে ধীরে ফসল উৎপাদন ব্যাহত হবে। নীলফামারী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, টাকার প্রলোভন দিয়ে জমি মালিকদের কাছ থেকে ফসলি জমির মাটি গভীরভাবে খনন করে নিয়ে যাচ্ছে। খনন করা জমিতে আর ফসল চাষের কোনো উপায় থাকে না। এভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় ফসলি জমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিষয়টি জেলা প্রশাসককেও জানিয়েছেন। জানা যায়, নীলফামারী জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নে। সরকারি নীতিমালার না মেনে এসব এলাকায় খননযন্ত্র ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ভাটায়। অভিযোগ আছে, বেশি টাকার লোভ দেখিয়ে ফসলি জমি ৭ থেকে ৮ ফুট গভীর করে মাটি কাটছেন ভাটামালিকরা। এতে পাশের জমি ধসে যাচ্ছে। ওইসব জমিতে ধানসহ অন্য ফসল আবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নিলে আগামীতে এ অঞ্চলে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে। ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি। ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরিতেও সুবিধা। এ ছাড়া হাতের নাগালে হওয়ায় কৃষকদের বিভিন্নভাবে বুঝিয়ে মাটি কিনে নেয় একটি চক্র। এরপর তা বেশি দামে ইটভাটায় সরবরাহ করা হয়। সরেজমিনে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দেখা যায়, ফসলি জমির মাটি কেটে নেওয়ায় পাশের যেসব উঁচু জমি রয়েছে সেগুলোও ধসে পড়েছে। ওই গ্রামের কৃষক হারুন মিয়া বলেন, অতিরিক্ত গভীর করে মাটি কাটায় আশপাশের সব জমিই ঝুঁকিতে পড়েছে। এই এলাকার আবাদি জমিসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিরোনাম
- আমিরাতের কাছে হেরে লিটন দায় দিলেন শিশিরকে
- বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার কী পরিস্থিতি
- দেশে স্টারলিংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
- শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের প্লেনের ইঞ্জিনে স্ফুলিঙ্গ
- ভারতীয় বিমান ভূপাতিত করতে গোপনে পাকিস্তানকে নজিরবিহীন সহায়তা দেয় চীন
- ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমনে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত
- বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে একজন আটক
- রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
- তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২০ মে)
- হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল লখনৌ
- এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির
- বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস
- বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন ফয়জুল করিম
- টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- তামিম-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের পাহাড়
- ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
- যে কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই সেঞ্চুরিয়ান ইমন
- নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো গুরুত্ব দিচ্ছি: পরিকল্পনা উপদেষ্টা
- এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ